HomeKolkataপুলিশ টাকা তুললেই অভিযোগ জানাবেন, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

পুলিশ টাকা তুললেই অভিযোগ জানাবেন, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

- Advertisement -

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্ষুব্ধ পুলিশ কর্মীদের একাংশের ওপর। তাঁর কথাতেই উঠে এলো পুলিশদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। চাঁদা তোলার অভিযোগ করে বসলেন মুখ্যমন্ত্রী নিজেই। অবৈধভাবে পুলিশের একাংশ টাকা তোলে, এবার আর কোন টাকা পুলিশ নিতে পারবে না, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা নিলেই সরাসরি আগেভাগে তাঁকে খবর দেওয়ার কথা জানিয়ে দিলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বুধবার সরকারি কর্মসূচির আয়োজন করা হয়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের মাস উদযাপনের পাশাপাশি “বাংলার শাড়ি” উদ্বোধনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন,”আমি চিফ সেক্রেটারি ও হোম সেক্রেটারিকে বলছি ক্ষুদ্র ব্যবসা যাঁরা করেন তাঁদের সকলকে একটি কার্ড তৈরি করে দিতে হবে। সেটায় পশ্চিমবঙ্গ সরকারের সিলমোহর থাকবে। তাঁদের কাছ থেকে পুলিশ কোনও টাকা নিতে পারবে না। বা কেউ কোনও আলাদা ট্যাক্স নিতে পারবে না”।

আরও পড়ুন: আসছে এক ঐতিহাসিক ওয়েব সিরিজ, নেপথ্যে দিল্লির সুলতান সাম্রাজ্যের অজানা কাহিনি 

মমতা আরও বলেন, “সবাই টাকা তোলে না। করে ১ শতাংশ আর বদনাম হয় সবার।” পুলিশের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, “টাকা নিতে কে বলেছে? যদি দেখেন কেউ টাকা নিচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করবেন।” ইতিপূর্বে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পুলিশের মদতেই যেখানে সেখানে রাস্তা দখল করে হকার বসে যায়, আবার হকারদের থেকে মাসোহারা নেয় পুলিশ, এমন অভিযোগ করেছিলেন তিনি। চিঠি লেখেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।

বেহালায় শিশুমৃত্যুর ঘটনার জন্য পুলিশকেই দায়ী করেন ফিরহাদ। তিনি বলেন, “বেআইনি হকার, পার্কিং দেখার বিষয় বিষয় পুলিশের। ব্যবস্থা তাদের নিতে হবে। কিন্তু ভেন্ডিং কমিটিতে হকার প্রতিনিধি থাকলেও হকাররা ওদের কথা শোনে না।” এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই অভিযোগেই শিলমোহর দিলেন।

 

Most Popular