Home Lifestyle সামনেই পুজো, ত্বকের জেল্লা বাড়াতে মেনে চলুন কিছু সহজ পদ্ধতি 

সামনেই পুজো, ত্বকের জেল্লা বাড়াতে মেনে চলুন কিছু সহজ পদ্ধতি 

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক:  পুজোর আর বেশি দিন বাকি নেই। সব জায়গাতে শুরু হয়ে গিয়েছে প্রতিমা বানানোর কাজ। পুজোর চার দিন সকলেই চায় নিজেকে সুন্দর করে রাখতে।  এই ৪  দিন  মুখে জেল্লা ফোটাতে  এবং  ত্বক সুন্দর করতে মেনে চলুন সহজ কিছু পদ্ধতি।

বাইরের নানা ধরনের প্রোডাক্ট মুখকে চকচকে করতে পারে কিন্তু তা সাময়িক সময়ের জন্য। কিন্তু মুখের জেল্লা যদি ঘরে বসেই বাড়ানো যায় তাহলে মন্দ হয় না। আসুন দেখে নেওয়া যাক কি ঘরোয়া উপায় অবলম্বন করলে আমাদের মুখ সুন্দর এবং বর্ণময় হয়ে উঠবে।

মুখকে ঘরে বসে সুন্দর করতে হলে মেনে চলতে হবে এই ৪ টি উপায়।আসুন তাহলে দেখে নেওয়া যাক কি সেই ৪টি উপায়।

ভিটামিন সি ফেস সিরাম : পুজোর কয়েক মাস আগে এই সিরাম ব্যবহার করলে মুখে ফিরে আসবে জেল্লা।এই সিরাম ত্বককে উজ্জ্বল এবং চকচকে করতে সাহায্য করে। দিনের বেলায় টোনারের পরে এই সিরাম লাগলে মুখের বলিরেখা এবং বয়সের ছাপ থেকে রেহাই  পাওয়া যাবে।

শিট মাস্ক: ত্বকের জেল্লা বাড়াতে এই মাস্ক ব্যবহার করলে দুর্দান্ত উপকার পাওয়া যায়। সপ্তাহে একদিন এই মাস্ক ব্যবহার করলে মুখে ফিরে আসবে জেল্লা। মুখ পরিষ্কার করে এই মাস্ক লাগিয়ে ২০-৩০ মিনিট লাগিয়ে খুলে ফেললে ত্বক হবে উজ্জ্বল এবং চকচকে।

CTM রুটিন ফলো করুন: এই রুটিন প্রতিদিন নিয়ম করে মেনে চললে ত্বকে ফুটে উজ্জ্বল এবং চকচকে।এই রুটিন সপ্তাহে দুই বার ব্যবহার করলে ত্বকে ফুটে উঠবে জেল্লা। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাবার আগে এই রুটিন ফলো করুন অর্থাৎ ক্লিনজার – টোনিং – ময়েশ্চারাইজিং করুন তাহলে ত্বকে ফুটে উঠবে আসল জেল্লা।

এসেনসিয়াল ওয়েল: আপনার বিউটি রুটিন এই ওয়েল যোগ করলে ত্বকে ফুটে উঠবে জেল্লা।এই ওয়েল রোজ ব্যবহার করলে ত্বক হবে কোমল এবং উজ্জ্বল ও মসৃন।এই তেল সরাসরি মুখে মাখা উচিত নয়।আমন্ড অয়েলের সাথে ২-৩ ফোঁটা মিশিয়ে ত্বকে ব্যাবহার করলে ত্বকে ফুটে উঠবে আসল জেল্লা।

You may also like