Home Offbeat বিন্দিয়া চমকে গি, বয়েস তিরানব্বই, লতার গানে তাল মিলিয়ে উচ্ছ্বল নাচ বৃদ্ধার!

বিন্দিয়া চমকে গি, বয়েস তিরানব্বই, লতার গানে তাল মিলিয়ে উচ্ছ্বল নাচ বৃদ্ধার!

by Mahanagar Desk
23 views

মহানগর ডেস্ক: বয়েস তিরানব্বই (Ninety Year Old Woman Dancing)। এ বয়েসে কোনও মানুষের পক্ষে আগের মতো স্বাভাবিক কাজ করার কথা নয়। অধিকাংশ ক্ষেত্রে ঘরের কোণে বিছানা, অন্যের পরিচর্যায় শেষ দিনগুলো কাটানোর কথা। গাদা ওষুধ, জ্বর, কাশি থেকে নানা ব্যারামের খোঁচায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার কথা। হওয়াটাই স্বাভাবিক। কারণ ওই বয়েসে বেঁচে থাকাটাই বড় আশ্চর্যের। কিন্তু ওল্ডএজ হোমে থাকা তিরানব্বই বছরের এক বৃদ্ধা যেন সব ধারণাকেই ওলটপালট করে দিয়েছেন।

তিনি ছোট থেকে নাচ বড় ভালোবাসেন। আর সেই নাচের জন্য শতবর্য ছুঁতে চলা বয়েস ভুলে এমন কাজ করলেন যা দেখে সবাই শুধু চমকে যাননি। যাকে বলে হতভম্ব। ওই বৃদ্ধা সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের “বিন্দিয়া চমকে গি” মন মাতিয়ে দেওয়া গানে নাচ করেছেন অষ্টাদশী তরুণীর মতো। ওল্ড এজ হোমের মেঝেয় উচ্ছ্বলতায় নাচ করেছেন তাতে স্রেফ মনে হয় বয়েসটা সংখ্যামাত্র। তাঁর সেই মন ভোলানো নাচ শুধু তাঁকে ঘিরে থাকা মানুষজনকে সম্মোহিতই করেনি, অনলাইনে পোস্ট হওয়ার পর সবাইকে চোখ ছানাবড়া করিয়ে ছেড়েছে। সেখানে প্রশংসার সুনামি শুরু হয়ে যায় নাচের ভিডিওটি দেখে। মন ভালো করে দেওয়া ভিডিওয় দেখা গিয়েছে হলুদ শাড়ি পরে তিনি ওল্ডএজ হোমের মধ্যে যে উচ্ছ্বলতায় গানের তালে তালে নেচেছেন তাতে অবশ্যই মনে হতে পারে নাচের প্রতি উৎসাহ ক”জনেরই বা আছে। এমন ভরন্ত আবেগ সত্যিই দেখা মেলা দুষ্কর।

মনে হতে পারে তিরানব্বই নয়, তিনি যেন অষ্টাদশী কোনও দুরন্ত তরুণী। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গীতাঞ্জলি ১৭ নামে একজন। তারপরই লাইক, কমেন্ট হু হু করে আসতে শুরু করেছে। কেউ লিখেছেন তাঁর নব্বই বছরে যেন তেমন থাকেন তিনি। এরকম অজস্র কমেন্ট। কেউ বিস্ময় চেপে রাখতে পারেননি। এ বয়সে ব্যাপারটা অসম্ভব নয় কি। আপনিই বা কী বলেন।     

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved