HomeOffbeatFire Hair Cut: ব্লো পাইপ দিয়ে আগুন জ্বালিয়ে চুলের ছাঁট, ফ্যাশন করতে...

Fire Hair Cut: ব্লো পাইপ দিয়ে আগুন জ্বালিয়ে চুলের ছাঁট, ফ্যাশন করতে এসে খেসারত দিতে হল তরুণকে!

- Advertisement -

মহানগর ডেস্ক: চুলের ছাঁট, তাও আবার ব্লোপাইপ থেকে আগুন দিয়ে। গত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফায়ার হেয়ারকাট। এই পদ্ধতিতে চুল সেট করতে ব্লো পাইপ থেকে আগুনের ব্যবহার করা হয়ে থাকে। শুধু এদেশ নয়, পাকিস্তান থেকে শুরু করে আরও অনেক দেশেই এমন চুলের ছাঁট দেওয়া হয়। এটাই নাকি ফ্যাশন।

ব্লো পাইপ থেকে আগুন দিয়ে (Fire Hair Cut) চুলের সেটিং! আর সেই চুলের নকশা করতে গিয়ে ভুল হওয়ায় পুড়ে যায় ঘাড়,বুক। বেশ কয়েকমাস আগে ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভালসাদ জেলার বাপিতে (Gujarat)। আঠেরো বছরের এক তরুণ সেলুনে গিয়ে আগুন-ছাঁট দিতে গিয়েছিল। কিন্তু হেয়ার ড্রেসার ভুল করায় খেসারত দিতে হয় তাকে। ব্লো পাইপের আগুনে চুল সেট করতে গিয়ে ঘটে যায় মহাবিপত্তি!

চুলে ব্লো পাইপে আগুন দিয়ে সেট করতে গিয়ে ঘটনাটি ঘটে। চুল সেট করতে আসা তরুণের ঘাড়,বুক পুড়ে যায়। পুড়ে যাওয়া তরুণকে ভালসাদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর তদন্তে নামে পুলিশ। তদন্তকারী অফিসার জানিয়েছেন তাঁরা আগুনে পুড়ে যাওয়া তরুণের বয়ান নেন। তাকে প্রথমে ভালসাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ার পর তাকে সুরাতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ফায়ার কাট দেওয়ার জন্য ওই তরুণের মাথায় রাসায়নিক দেওয়া হয়। তারপর মাথায় ফায়ার কাট দিতে গিয়ে তার শরীরে ওপরের অংশ পুড়ে যায়।

 

Most Popular