HomeOffbeatপ্রিমিয়াম দিতে না পারলেও যে যে ক্ষেত্রে বন্ধ হবে না "LIC policy!"...

প্রিমিয়াম দিতে না পারলেও যে যে ক্ষেত্রে বন্ধ হবে না “LIC policy!” জেনে নিন বিস্তারিত

- Advertisement -

মহানগর ডেস্ক: আর্থিক সঙ্কটের কারণে অনেক মানুষকেই লোন শোধ বা বিমার প্রিমিয়াম দিতে গিয়ে হিমশিম খেতে হয়।প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত।এদিকে আপনার পলিসি খোয়ানোরও আশঙ্কা থাকে সঠিক সময়ে প্রিমিয়াম না দিতে পারলে।তবে কিছু উপায় রয়েছে যার মাধ্যমে প্রিমিয়াম মিস করে গেলেও LIC Policy পুনরুদ্ধার করা সম্ভব। জেনে নিন বিশদে:

গ্রাহকরা সাধারণ পদ্ধতিতে এলআইসি পলিসি পুনরুদ্ধার করতে পারবেন।এই পদ্ধতিতে পলিসি ল্যাপস হয়ে যাওয়ার পর ৬ মাসের মধ্যে তা পুনরুদ্ধার করা সম্ভব। যদিও সেক্ষেত্রে প্রিমিয়াম সহ একটা নির্দিষ্ট পরিমাণ সুদের অঙ্ক দিতে হবে আপনাকেই। যদিও কোম্পানির তরফে এক্ষেত্রে কোনো ডকুমেন্ট চাওয়া হয় না।

গ্রাহকদের জন্য ইনস্টলমেন্ট পুনরুদ্ধার স্কিমের মাধ্যমে পলিসি না খুইয়ে কয়েকটি ইনস্টলমেন্টের মাধ্যমে বকেয়া থাকা প্রিমিয়াম পরিশোধ করার সুযোগ রয়েছে।সব বকেয়া একসঙ্গে যাঁরা দিতে পারবেন না তাঁদের জন্য এই স্কিম যথাযথ।লোনের মাধ্যমে পলিসি পুনরুদ্ধার সম্ভব। যদি কিছু পরিমাণ প্রিমিয়াম আগে জমা পড়ে থাকে তবে সেখান থেকে অগ্রিম টাকা লোন হিসেবে নিয়ে পরের প্রিমিয়ামগুলি শোধ করতে পারেন আপনি। এক্ষেত্রে অন্য কোনো উৎস থেকে টাকা ধার করতে হবে না প্রিমিয়াম পরিশোধের জন্য।

‘LIC Policy’ মেডিকেল কারণ দেখিয়ে পুনরুদ্ধার সম্ভব। তবে গ্রাহকরা পলিসির সম্পূর্ণ মেয়াদে কেবল একবার এই পদ্ধতিতে এই ব্যবস্থার সুবিধা নিতে পারবেন। বিশেষ পুনরুদ্ধার স্কিমের মাধ্যমেও এলআইসি পলিসি পুনরুদ্ধারের ব্যবস্থা রয়েছে। তবে এক্ষেত্রে পুনরুদ্ধারের সময় গ্রাহকদের বাড়তি একটি সিঙ্গেল প্রিমিয়াম দিতে হবে। পুরো প্রিমিয়াম শোধ করার পরেই এই বিশেষ পুনরুদ্ধার স্কিমের সুবিধা নেওয়া যাবে। এক্ষেত্রে গ্রাহকদের,সুস্বাস্থ্যের কথা নিশ্চিত করতে হবে।

Most Popular