বিক্রম ব্যানার্জী: কোলড্রিংস দিয়ে অমলেট বানাচ্ছেন এক দোকানদার! সসপ্যান গরম করে তাতে ঢেলে দিলেন কোল্ড ড্রিঙ্কস, এরপর একে একে ডিম ভাঙতে শুরু করলেন তিনি, সাথে নুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কোনও কিছুই বাদ পড়ল না। কয়েক মুহূর্তের মধ্যে সব ভাল মতো কষিয়ে পাতায় পরিবেশন করা হল। এদিকে ক্লোড ড্রিঙ্কস অমলেট খেতে লাইন লেগেছে দোকানে। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোল্ড ড্রিঙ্কস অমলেট!
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই খাবার নিয়ে নানান এক্সপেরিমেন্টের দৃশ্য চোখে পড়ে। কেউ দুধ দিয়ে অমলেট বানিয়ে খাওয়াচ্ছেন, কেউ আবার শুধু জল দিয়েই তৈরি করছেন অসাধারন স্বাদের অমলেট। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোলড্রিঙ্কস অমলেটের ভিডিও। যেখানে 20 টাকা দামের অরেঞ্জ ফান্টা দিয়ে অমলেট বানাচ্ছেন এক ব্যক্তি। ভাইরাল দৃশ্যে দেখা যাচ্ছে, চেক প্রিন্টের জামা ও জিন্সের ফুল প্যান্ট পরিহিত এক দোকানি জ্বলন্ত স্টোভে সসপ্যান চাপিয়েছেন। উদ্দেশ্য অমলেট তৈরি। তবে তা মোটেও তেল দিয়ে নয়। নয়া পদ্ধতিতে তৈরি হবে কোল্ড্রিংস অমলেট। সেই তোরজোরই ধরা পড়েছে ভিডিওটিতে।
20 টাকা মূল্যের ফান্টার বোতল খুলে গরম সসপ্যানে ঢেলে দিলেন ব্যক্তি। এরপরই একে একে 6 টি ডিম ভেঙে মেশানো হল তাতে। স্বাদ যোগ করতে দেওয়া হল নুন। একই সাথে দেওয়া হল পেয়াঁজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। সব একসাথে মিশিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে কাস্টমারের উদ্দেশ্যে তা পরিবেশন করা হল। প্রথমে ব্যক্তির তোড়জোড় দেখে মনে হচ্ছিল অমলেট তৈরি হবে তবে তা পরিণত হল ভুজিয়ায়। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই হাঁ হয়ে গিয়েছেন সকলে। যদিও ভিডিওটি দেখার সাথে সাথেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানানো ডিম ভুজিয়া প্রসঙ্গে একাধিক মিশ্র মন্তব্যও করেছেন নেটিজেনরা।
View this post on Instagram
আরও পড়ুন: বন্ধু বাবরের পাশে দাঁড়াতে গিয়ে বোর্ডের শোকজ নোটিস পেলেন সতীর্থ ফখর জামান