Home Breaking News আজ কলকাতায় মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা, হবে বৈঠকও

আজ কলকাতায় মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা, হবে বৈঠকও

by Shreya Maji
42 views

মহানগর ডেস্ক:  দু’দিনের সফরে আজ  বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যে আসছেন কিন্তু দিদির সঙ্গে দেখা করবেন না মোদী। এই প্রশ্ন চলছিল সকলের মনে। সেই  প্রশ্নের উত্তর মিলেছে। সূত্রের খবর আজ শুক্রবার  রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হবে মোদী-মমতার বৈঠক

সূত্রে জানা  গিয়েছে দুপুর ৩টে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে সভা করবেন। সেখান থেকেই বিকেলে কলকাতা ফিরবেন  তিনি। যাবেন রাজভবনে। সেখানেই রাত্রি যাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আরামবাগ থেকে ৫টা ২০ মিনিট নাগাদ মোদীর ফেররা কথা। তারপরেই রাজভবনে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে  জানা গিয়েছে। সন্দেশখালি নিয়ে উত্তপ্ত আবহাওয়া এবং তারপর শেখ শাহজাহানের গ্রেফতারির মধ্যে মোদী-মমতার ঠিক কি কথা হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

           সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের বকেয়া             টাকা দেওয়ার দাবিতে দিয়েছেন ধর্নাও।  ১০০ দিনের কাজ, আবাস  যোজনা সহ  একাধিক বিষয় নিয়ে দিল্লি গিয়েও কেন্দ্রের বিরুদ্ধে  প্রতিবাদ দেখিয়েছে বাংলার শাসক দলের নেতারা। সামনেই লোকসভা তার উপর বঙ্গের যা পরিস্থিতি এবং বকেয়ার দাবিতে যেভাবে মুখ্যমন্ত্রী সুর চড়িয়েছিলেন সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সং মমতার সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।

 

You may also like