HomeSports Newsভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও থাকছেন না কেন উইলিয়ামসন, বড় খবর কিউই ব্রিগেডে

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও থাকছেন না কেন উইলিয়ামসন, বড় খবর কিউই ব্রিগেডে

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। পুনের মাটিতে দ্বিতীয় টেস্টের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুই দলের প্রস্তুতি পর্ব। তবে কুঁচকির চোটের কারণে শ্রীলংকার বিরুদ্ধে সাম্প্রতিক টেস্টের পর এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি নিউজিল্যান্ডের সিনিয়র ব্যাটার কেন উইলিয়ামসন। মঙ্গলবার তার আগমন আরও অনিশ্চিত হয়ে পড়ল। রোহিতদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই খেলোয়াড়ের পুনর্বাসন নিয়ে বড়সর ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

পুনের টেস্টেও দেখা মিলবে না কেন উইলিয়ামসনের 

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। প্রথম শুরুটা জয় দিয়ে হলেও ভারতের মতো শক্তিশালী দলের কাছে নিজেদের অবস্থান অক্ষুণ্ন রাখতে অল্প হলেও বেগ পেতে হবে কিউইদের। তার মধ্যে আবার চোটের কারণে দলে নেই কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক টেস্টে কুঁচকিতে গুরুতর চোট পেয়েছিলেন কেন। এরপরই কেন উইলিয়ামসন ভারতের বিরুদ্ধে টেস্ট খেলবেন না বলে জানিয়ে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে আশা ছিল প্রথম টেস্টে না হলেও পুনের দ্বিতীয় ম্যাচ গুলিতে যোগ দিতে পারেন বিদেশি ব্যাটার। তবে মঙ্গলবার সেই আশাতেও জল ঢালল ল্যাথামদের বোর্ড। 

এনজেডসি-র তরফে জানানো হয়, চোট কাটিয়ে এখনই মাঠে ফিরছেন না উইলিয়ামসন। এছাড়াও ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, উইলিয়ামসন এখনও প্রস্তুত নন। তবে তিনি যত দ্রুত সম্ভব ম্যাচে ফিরতে পারেন সেই চেষ্টাই করছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জারি করা একটি বিবৃতিতে স্টেড জানান, কেন পর্যবেক্ষণে রয়েছে, বর্তমানে তিনি সঠিক পথে ট্রাকও করছেন। তবে এখনও পর্যন্ত 100 শতাংশ ফিট নন তিনি। চেষ্টা চলছে যাতে নভেম্বরের তৃতীয় টেস্টে তাকে মাঠে ফেরানো যায়। খেলোয়াড়ের প্রস্তুতির জন্য তারা নিজেদের সবটা দিয়ে ট্রাই করবেন। 

আরও পড়ুন: বাবাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর মা ও মেয়ের, ভাইরাল ভিডিও

Most Popular