HomeWeatherআজ কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি, গরম নিয়ে বড় আপডেট দিল হাওয়া...

আজ কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি, গরম নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

- Advertisement -

 মহানগর ডেস্ক:  গত সপ্তাহ থেকেই  রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বাদ যায়নি কলকাতাও। সোমবারও আকাশ মেঘলা ছিল বেশ কিছু জায়গায়। আজ মঙ্গলবার কলকাতা সহ ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে গরম নিয়েও বড় তথ্য দিল হাওয়া অফিস।

আজ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে  দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে।  জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তাও । এই এই জেলাগুলি ছাড়া  দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা  কম রয়েছে। আগামীকাল বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যেই।

হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল বুধবার থেকে বাড়বে কলকাতার সব বঙ্গের তাপমাত্রা। অস্বস্তিকর গরম এবার বাড়তে শুরু করবে বলেই জানানো হয়েছে। রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তরবঙ্গের শুধুমাত্র পার্বত্য এলাকায় । রবিবার ফের বৃষ্টি বাড়তে পারে ।

Most Popular