HomeBengalজীবনের প্রিয় পুরুষকে হারালেন অরুণীমা! পিতৃ বিয়োগের যন্ত্রনায় পাথর নায়িকা।

জীবনের প্রিয় পুরুষকে হারালেন অরুণীমা! পিতৃ বিয়োগের যন্ত্রনায় পাথর নায়িকা।

- Advertisement -

মহানগর ডেস্কঃ ফের খারাপ খবর টলিপাড়ায়! পার্নো মিত্র, সুদীপা চট্টোপাধ্যায়ের পর অভিনেত্রী

অরুণিমা ঘোষ। নতুন বছরের প্রথম মাসেই একের পর এক খারাপ খবর টলি পাড়ায়। পিতৃহারা হলেন আরও এক টলি নায়িকা। শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী। শুক্রবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়িকার বাবা। অনেকদিন ধরেই অসুস্থ। তিনি পেশায় ছিলেন চিকিৎসক।

সূত্রের খবর বিগত কিছু মাস ধরেই অসুস্থ ছিলেন অরুণিমা ঘোষ(Arunima Ghosh) এর বাবা। ভেন্টিলেশনে রাখা হয়েছিল ডাক্তারবাবুকে। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার মাঝরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ রক্ষা আর হল না। শুক্রবার রাতেই সব শেষ। বাবার ওপর অনেকটা নির্ভরশীল ছিলেন অভিনেত্রী।

মা বাবা আর একমাত্র মেয়েকে নিয়ে ছিল সুখী পরিবার। বাবার আদরের মেয়ে ছিলেন অভিনেত্রী। জীবনের সবকটা গুরুত্বপূর্ণ সিধান্ত পরামর্শের একমাত্র দিশা ছিলেন বাবা। জীবনের সবথেকে প্রিয় মানুষটিকে হারিয়ে বাক্য হারিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে শক্ত হাতে সামলে যাচ্ছেন মাকে। স্বাভাবিক ভাবেই বিষণ্ন নায়িকা। তাঁর কাছে বাবা ছিলেন বন্ধু-আদর্শ এবং পথপ্রদর্শক।

শেষ কয়েক বছরে খুব একটা ক্যামেরার সামনে আসেননি অরুণীমা। ২০২৩ এর শুরুতে অরিন্দম শীল এর পরিচালনায় মায়াকুমারী ছবিতে অভিনয় করেছিলেন। বছরের মাঝামাঝি কীর্তন ছবিতে দেখা যায় তাকে। ইস্কাবনের বিবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় । টলিপাড়ার কোনো পার্টিতেও তেমন দেখা যায়নি নায়িকাকে।

Most Popular