HomeBengalসন্দেশখালি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেবাংশুর!

সন্দেশখালি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেবাংশুর!

- Advertisement -

মহানগর ডেস্ক : সন্দেশখালি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন বিরোধীরা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর ঘনাস্থল পরিদর্শন না করা নিয়ে। আর শাসক-বিরোধী তরজার মাঝেই নজর কাড়ছে সন্দেশখালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে করা দেবাংশু ভট্টাচার্যের পোস্ট।

কী লিখেছেন দেবাংশু?

দেবাংশু পোস্টে লিখেছেন, ”রাজ্য পুলিশের হাতে একের পর এক গ্রেফতার হচ্ছে উত্তম সর্দার কিংবা শিবু হাজরারা। রাজ্য পুলিশের তৎপরতাতেই নির্ভয়ে বাইরে বেরিয়ে এসে একের পর এক অভিযোগ লিপিবদ্ধ করছেন সন্দেশখালীর মা, বোনেরা। অভিযোগ তুলে আনতে পাড়ার পর পাড়া চষে বেড়াচ্ছে মহিলা পুলিশের বিশেষ টিম। এলাকায় এলাকায় ক্যাম্প করছে প্রশাসন। সর্বোপরি, সন্দেশখালিতেই রাত্রি যাপন করছেন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি।স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এই তফাৎ চোখে পড়ে। সিপিএমের সময় হলে সন্দেশখালিকে ঘিরে এতক্ষনে গোটা পাঁচেক নন্দীগ্রাম হয়ে যেত..!”

 

 

Most Popular