HomeBengalপাগড়িপরা IPS-কে "খলিস্তানি" বলে মমতার তোপের মুখে অগ্নিমিত্রা, ড্যামেজ কন্ট্রোলে নামলেন...

পাগড়িপরা IPS-কে “খলিস্তানি” বলে মমতার তোপের মুখে অগ্নিমিত্রা, ড্যামেজ কন্ট্রোলে নামলেন শুভেন্দু

- Advertisement -

মহানগর ডেস্ক : মঙ্গলবার এক পাগড়িধারী আইপিএস অফিসার সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীদের যাওয়ার পথে বাধা দিয়েছিলেন। এই পাগড়িধারী আইপিএস অফিসারকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল “খলিস্তানি” বলেছেন বলে অভিযোগ। মঙ্গলবার অগ্নিমিত্রার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটির একটি ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘‘বিজেপি তা হলে মনে করে, যারা পাগড়ি পরেন তাঁরাই খলিস্তানি! ওদের বিভাজনের রাজনীতি এ বার সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে।’’

এদিকে সন্দেশখালি থেকে ফেরার পথে অগ্নিমিত্রার বক্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নেমে শুভেন্দু অধিকারী বলেন, “আমি এই ধরনের কোনও মন্তব্য করেননি। আমার সঙ্গীরাও এই ধরনের কোনও মন্তব্য করেননি। পাকিস্তানি-খলিস্তানি এ সব বলার দরকার নেই আমাদের। ওই অফিসার রূঢ় ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন। আমি বা আমাদের সঙ্গীরা কোনও ধর্মকে আক্রমণ করে কিছু বলিনি, বলবও না। আমরা গুরু নানকজিকে প্রণাম করি। শিখ ধর্মকে সম্মান করি। দেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে শিখদের।দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী। সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করি।’’ আইপিএস যশপ্রীত সিংকে অপমানের প্রতিবাদে সরব হয়েছেন বাংলার শিখ ধর্মাবলম্বীরাও। কলকাতা এবং আসানসোলের পথে নেমেছেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। মঙ্গলবার বিকেলে তাঁরা কলকাতা এবং আসানসোলে অগ্নমিত্রার পলের কেন্দ্রে বিজেপির অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে।

মঙ্গলবার ঘটনার সূত্রপাত রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালি অভিযানের সময়। বিজেপির ওই কর্মসূচিতে শুভেন্দুর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রাও। শুভেন্দুরা পৌঁছনোর আগেই ধামাখালিতে ১৪৪ ধারা জারি করা হয়। সেখানেই বিজেপির নেতাকর্মীদের বাধা দিতে আসে পুলিশ বাহিনী। সেই বাহিনীর সর্বাগ্রে ছিলেন পাগড়ি পরিহিত ওই আইপিএস অফিসার যশপ্রীত সিং, যাঁকে দেখে অগ্নিমিত্রা “খলিস্তানি” বলে মন্তব্য করেন বলে অভিযোগ। এই বাদানুবাদ ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এই ভিডিয়োই মুখ্যমন্ত্রী শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডলে। তাতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রার উদ্দেশে ওই আইপিএস অফিসার যশপ্রীত সিংহ, এসএস (আইবি) বলছেন, ‘‘আমি পাগড়ি পরেছি বলে আমি খলিস্তানি! আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন? আমি এর বিরুদ্ধে পদক্ষেপ করব।’’ এর জবাবে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়নি যে তিনি এ কথা বলেননি। বরং তিনি সমানে বলে যান, ‘‘আপনি একজন পুলিশ অফিসার আপনি আপনার দায়িত্ব পালন করুন।’’ বাংলায় সুলতান সিং, রচপাল সিং নামের দুই জাঁদরেল পুলিশ অফিসার ছিলেন। রচপাল সিং পাগড়ি পরতেন, তাঁকে কেউ কোনওদিন খালিস্তানি বলেছে বলে কোনও অভিযোগ শোনা যায়নি।

Most Popular