- Advertisement -
মহানগর ডেস্ক : রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে সন্দেশখালিতে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। সাংবাদিক গ্রেফতার নিয়েই নিন্দার ঝড় উঠেছে গোটা বাংলা জুড়ে। গোটা সাংবাদিক মহল এই ঘতনার পর নিন্দায় সরব হয়েছে। সোমবারের সেই ঘটনার প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনা নিয়ে উগড়ে দিয়েছেন ক্ষোভ।
শুভেন্দু অধিকারী বলেছেন, “নন্দীগ্রামে ভাইপোকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) যে ছেলেটি চড় মেরেছিল তার রহস্যমৃত্যু হয়েছে। এই সন্তু পান সিজিও কমপ্লেক্সে ভাইপোকে প্রশ্ন করেছিলেন। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই দিনটিকে আমরা কালা দিন হিসাবে পালন করছি। কালো ব্যাজ লাগিয়ে সন্দেশখালি যাচ্ছি। যেখাানে বাধা দেবে ফিরে এসে আবার আদালতে যাবো। আজ রিপাবলিক বাংলার অফিসে সন্দেশখালি থেকে ফিরে আমি এবং আমাদের দলের প্রতিনিধিরা যাবেন আমরা ওদের পাশে আছি, সেটা বোঝাতে। আমি সব সংবাদ মাধ্যম,এনজিওদের অনুরোধ করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আজকের দিনটিকে আপনারা কালা দিবস হিসাবেনপালন করুন। সন্তুকে রাতে পুলিশ থানায় খেতে দেয়নি। ওকে সিআটপিসি ৪১ নোটিশ না দিয়ে গ্রেফতার করেছে। রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে। প্রেসক্লাব কিছু করবে না।”
উল্লেখ্য, কলকাতা প্রেসক্লাব সন্তু পানের গ্রেফতারির পর একটি বিবৃতি প্রকাশ করে এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে তাঁর মুক্তির দাবি জানিয়েছে। সন্তু পানের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি ঘরোয়া পোশাক পরা অবস্থায় সন্দেসখালির এক মহিলা যখন তাঁর বাড়িতে খাচ্ছিলেন, তখন সন্তু পান তাঁর ভিডিওগ্রাফি করেছেন। তবে রিপাবলিক বাংলার তরফে গতকালই দাবি করা হয়েছে, পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে প্রামাণ্য ভিডিও দেখাক। এই নিয়েই আবার নতুন করে ঝড় উঠেছে।