HomeBengalঅধরা শাহজাহান! আতঙ্কের ভবিষ্যদ্বানী সেলিমের

অধরা শাহজাহান! আতঙ্কের ভবিষ্যদ্বানী সেলিমের

- Advertisement -

মহানগর ডেস্ক : কোথায় শেখ শাহজাহান? কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ? কবে গ্রেফতার হবে? সন্দেশখালির ঘটনায় এমনই প্রশ্নের উত্তর হতড়াচছে রাজ্যবাসী। বিরোধীদের দাবি, পুলিশ ও রাজ্যের শাসকদলেরই আশ্রয়ে রয়েছে শাহাজাহান। এবার তৃণমূল নেতাকে রাজ্য পুলিশই এনকাউন্টার করে দিতে পারে বলে আতঙ্কের ভবিষ্যদ্বানী করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।

তার দাবি,শাহজাহানের সঙ্গে অভিষেকের যোগাযোগের প্রমাণ কী করে নষ্ট করা যায় তা নিয়ে পুলিশের সঙ্গে মমতার আলোচনা চলছে। শাহজাহান তো পুলিশ ও রাজ্য সরকারের অতিথি হয়ে সরকারি অতিথিশালায় রয়েছেন। যাবতীয় নথি হাতে চলে এলেই শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা করা হবে। বা হতে পারে শাহজাহানকে এনকাউন্টার করে দিল। তৃণমূল নেতাদের বোঝা উচিত, ভাইপোকে বাঁচানোই একমাত্র লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত,গত ৫ জানুয়ারি সন্দেশখালি ১ নম্বর ব্লকের আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। উঠে এসেছে একের পর এক গুরুতর অভিযোগ।এরই মধ্যে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সরদার ও শিবু হাজরার বিরুদ্ধে লাগাতার গণধর্ষণের অভিযোগ তোলেন বেশ কয়েকজন গৃহবধূ। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, শাহজাহানকে পুলিশ ধরতে না পারলে তাকে আদালতে হাজিরা দেওয়া নির্দেশ দেবেন তিনি।

 

Most Popular