HomeNationalহিংসা কবলিত মণিপুরে ফের ঝরল রক্ত, নিহত ৩ কুকি

হিংসা কবলিত মণিপুরে ফের ঝরল রক্ত, নিহত ৩ কুকি

- Advertisement -

মণিপুর: হিংসায় বিপর্যস্ত মণিপুরে ফের ঝরল রক্ত। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল ৩ জন কুুকি সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার সকালে কাংপোকপি জেলার কাংগুই এলাকায় গুলি করে খুন করা হয় ৩জনকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ৩ কুকি গাড়ি করে আসছিল। Best সময় আচমকা তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুলি করে খুন করা হয় ৩জন কুকিকে।

ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। সেনাবাহিনী মোতায়নেের পরেও জ্বলছে মণিপুর। এর আগে শুক্রবার গুলির লড়াইয়ে অশান্ত হয়ে উঠেছিল মণিপুর। সশস্ত্র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় কেন্দ্রীয় বাহিনীর। আহত হন কমপক্ষে ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

আটক করা হয় কুকি ও মেতেই সম্প্রদায়ের উগ্রবাদী সংগঠনের একাধিক সদস্যকে। গত ৫ মাসে হিংসার ঘটনায় সেখানে মৃতের সংখ্যা প্রায় ২০০-র কাছাকাছি। আহত ও গৃহহীন বহু মানুষ। শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রসংঘের কাছেও ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার।

Most Popular