HomeKolkataবিধানসভায় বিধায়কদের নিয়ে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় বিধায়কদের নিয়ে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

- Advertisement -

 মহানগর ডেস্ক:  সম্প্রতি বিধানসভায় বিধায়কদের নিয়ে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা দিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সব জবকার্ড হোল্ডাররা দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছেন, তাঁদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে শাসকদলের তরফে। বাঁকুড়ার ওন্দার বিধানসভার কয়েকজন জবকার্ড হোল্ডারও সম্প্রতি অভিষেকের পাঠানো টাকা ও চিঠি পেয়েছেন। আর এর মধ্যেই বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা অভিষেকের টাকা দেওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন।

ওন্দার বিজেপি বিধায়ক ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের টাকা দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করেন।তিনি কটাক্ষের সুরে বলেন, ‘এটা তো আনন্দের বিষয়। আমি তো জানতে পারলাম আমার বিধানসভা এলাকার কয়েকজন টাকা পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে উনি দেবেন। তবে আমার প্রশ্ন বাকি বঞ্চিতরা টাকা পাবেন তো? আমি আশা রাখছি প্রত্যেক টাকা অভিষেক মিটিয়ে দেবেন। কথা যখন দিয়েছে, রাখতেই হবে। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করব, টাকা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন প্রকল্পের নামও ওঁর নামে করা হোক।’

এই প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। এই শুরু হল, আগামী দিনে আরও জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দেওয়া হবে। বাঁকুড়া জেলার ২৫০ জনকে টাকা দেওয়া দেওয়া হবে।’ তৃণমূলের তরফে শুক্রবার বাঁকুড়া জেলার ছয়জনের হাতে টাকা তুলে দেওয়া হয়।বাঁকুড়ার জেলার তৃণমূল নেতৃত্ব একই সঙ্গে তাঁদের হাতে তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা। তৃণমূল নেতৃত্বের তরফে জয়পুর ব্লকের তিনজন জব কার্ড হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে বকেয়া টাকা তুলে দেওয়া হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি জবকার্ড হোল্ডারদের হাতে বকেয়া টাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটি চিঠি তুলে দেন।

Most Popular