HomeOffbeatRichest Woman Of Saudi: প্রায়ই সত্তর লাখ টাকার শপিং! দুবাইয়ের এই ধনী...

Richest Woman Of Saudi: প্রায়ই সত্তর লাখ টাকার শপিং! দুবাইয়ের এই ধনী মহিলার প্রতিদিনের খরচ কত জানেন?

- Advertisement -

মহানগর ডেস্ক: শপিং করার অভ্যেস (Habit Of Shopping) কোন মেয়েরই না আছে। সময় পেলেই তার বন্ধু বা স্বামীকে নিয়ে শপিং করেন। পছন্দমতো শাড়ি,জিনস, কুর্তি থেকে নানা জিনিস কিনে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া সেরে মজাসে বাড়ি ফেরেন। কখনও কখনও সঙ্গে টাকা না থাকলে উইনডো শপিং করেন। কারো কারো শপিং করাটা হবিও বটে। এখন শপিং মল হওয়ায় মনের মতো জিনিস কিনে ফেলায় অসুবিধে নেই। ফ্যালো কড়ি মাখো তেল। তবে খরচটা মোটামুটি বাজেটের মধ্যেই থাকে।

পুজো বা বিয়ের জন্য খরচটা বেড়ে যায়, সেটা খুব দোষের বলে মনে হয় না। কিন্তু যদি বলা হয় এমন একজন মহিলা রয়েছেন যিনি প্রায় দিনই সত্তর লাখ টাকার শপিং করেন, তাহলে নিশ্চয়ই সবার চোখ ছানাবড়া হয়ে যাবে (The Richest Dubai Woman)। কারণ এই বাজারে শপিংয় করতে গিয়ে প্রায়ই সত্তর লাখ টাকা খরচ করা মুখের কথা নয়। শুনে মনে হতেই পারে ব্যাপারটা আজগুবি বা আষাঢে গল্প। কিন্তু ঘটনাটায় এক ফোঁটা জল মেশানো নেই।

ডেলি স্টারের খবর অনুযায়ী, দুবাইয়ে স্বামীর জামালের সঙ্গে থাকেন সৌদি নামে এক মহিলা। তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর মেজাজ ভালো থাকলে তাঁর শপিংয়ের খরচ ৩,৬০০ ইউরো থেকে ৭২ হাজার ইউরোর কাছাকাছি দাঁড়িয়ে যায়। যা ভারতীয় মুদ্রায় সত্তর লক্ষ টাকা। সৌদি জানিয়েছেন তাঁর পছন্দের ডিজাইনার হল ডায়োর এবং স্বামীর প্রিয় ডিজাইনার হেরমেস। সৌদি নামে ওই মহিলা প্রায়শই তাঁর বিলাসবহুল ছুটি কাটানো ও দামি রিসোর্টের ছবি পোস্ট করে থাকেন। সৌদির দাবি, তিনি দুবাইয়ের ধনী একজন গৃহবধূ।

টিকটক এবং ইনস্টাগ্রামে কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই ম্যাচিং করা গাড়ি পছন্দ। জামাল তাঁকে একটি বিরকিন ব্যাগ ও দুটি গাড়ি উপহার দিয়েছে। কভার রিয়েল লাইফকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি শুধু ডিজাইন করা কাপড়জামা ও ব্যাগ পছন্দ করেন। প্রতিবার বেড়াতে গিয়ে চোখ বুঁজে চোদ্দ পনেরো লক্ষ টাকা খরচ করে থাকেন। কিছুদিন আগে মালদ্বীপ স্বামী-স্ত্রী বেড়াতে গিয়েছিলেন। খরচ হয়েছে তেরো লাখ টাকার কাছাকাছি। স্বামী-স্ত্রী দুজনেই মালদ্বীপ বেড়াতে ভালোবাসেন। কয়েক মাস অন্তর তাঁরা লন্ডন বেড়াতে যান। কিছুদিন আগে দুজনে ইটালির সিসিলি থেকে ফিরেছেন। এবার জাপান যাচ্ছেন।

 ম্যানিকিওর করতে খুব ভালোবাসেন সৌদি। এ জন্য ৬৩ হাজার টাকা খরচ হয়। এই ধনী মহিলা অবাক জিনিসটা খুব পছন্দ করেন। স্বামী যখন রেস্তোরাঁর সিট দুজনের জন্য বুক করে তখন তার জন্য খরচ হয় এক হাজার আশি ইউরো। ভারতীয় মুদ্রায় ছিয়ানব্বই হাজার টাকা। সৌদিকে মেসেজ করে বলে দেন কী পোশাক পরতে হবে। রাতে তাঁর জন্য সারপ্রাইজ গিফটও আনেন। জন্মেছেন সাসেক্সে ও স্বামী জামাল সৌদি আরবের একজন ধনী মানুষ। ছ বছর বয়েসে পরিবারের সঙ্গে সৌদি দুবাইয়ে যান। দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জামালের সঙ্গে তাঁর পরিচয় হয়। চার বার বিয়ের পর দু বছর আগে জামালের সঙ্গে বিয়ে হয় সৌদির।

Most Popular