HomePolitics‘এক দেশ-এক ভোট’ নিয়ে নিজের আপত্তি জানিয়ে কমিটিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘এক দেশ-এক ভোট’ নিয়ে নিজের আপত্তি জানিয়ে কমিটিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

- Advertisement -

মহানগর ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘এক দেশ-এক ভোট’ নিয়ে নিজের আপত্তি স্পষ্ট করে জানিয়ে দিলেন। উচ্চ পর্যায়ের কমিটির সচিব নীতেন চন্দ্রকে ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে গঠিত গত সোমবার মমতা একটি চিঠি দিয়েছেন। তিনি তৃণমূল সুপ্রিমো হিসাবে নিজের ছ’দফা আপত্তির কথা জানিয়েছেন। দেশের সব রাজ্যে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা নির্বাচন করা যায় কি না, তা নিয়ে ভারতের নির্বাচন কমিশন দেশের রাজনৈতিক দলগুলির মতামত জানতে চেয়েছিল।

মমতা এই বিষয়ে নবান্নে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘এটা তো রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরির পরিকল্পনা। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে আঘাত।’ মমতা চিঠিতে লিখেছেন, একটি কেন্দ্রীয় সরকার ছাড়াও একাধিক রাজ্য সরকার রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোবিশিষ্ট দেশে। তাঁর প্রশ্ন, তার পরেও কী ভাবে আসা হচ্ছে ‘এক দেশ’ বা ‘ওয়ান নেশন’ ধারণায়?

পাশাপাশি তাঁর বক্তব্য অনুযায়ী, ‘আমি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। তাই আমি আপনাদের (কেন্দ্র) এই পরিকল্পনারও বিরুদ্ধে।’তিনি চিঠিতে জানিয়েছেন দেশের সর্বত্র লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট এবং অন্যান্য স্থানীয় ভোট করার একাধিক সমস্যা রয়েছে। মমতা প্রশ্ন করেন,”কেন পাঁচ বছরের জন্য নির্বাচিত বিধানসভাকে আগে ভেঙে দেওয়া হবে এই পরিকল্পনা রূপায়ণ করতে?এতে মানুষ আস্থা হারাতে পারে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি।”

 

Most Popular