HomeBengalমমতা পুলিশের সঙ্গে শেখ শাহজাহানের "ডিল", সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক শুভেন্দু

মমতা পুলিশের সঙ্গে শেখ শাহজাহানের “ডিল”, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক শুভেন্দু

- Advertisement -

মহানগর ডেস্ক : শেখ শাহজহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার বিস্ফোরক পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৫৫ দিন পার, তাও অধরা সন্দেশখালির “বাঘ” শেখ শাহজাহান। পুলিশ তাকে খুঁজছে না পুলিশেরই নিরাপদ আশ্রয়ে আছে শেখ শাহজাহান, শুভেন্দুর পোস্টে সেই প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশের সাথে শাহজাহানের “ডিল” হয়েছে বলে শুভেন্দুর দাবি।

শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সন্দেশখালীর বখাটে- শেখ শাহজাহানকে গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়, যখন তিনি প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতা পুলিশের সাথে একটি চুক্তিতে সমঝোতা করতে সক্ষম হয়, চুক্তির বিষয় হচ্ছে, পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে। কারাগারে থাকাকালীন তাকে ফাইভ স্টার সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোন ব্যবহারের অধিকার তার থাকবে, যার মাধ্যমে তিনি কার্যত তোলামুল পার্টিকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বেড তার জন্য প্রস্তুত রাখা হবে যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান।”

শুভেন্দু অধিকারীর এই অভিযোগ সত্যি হলে বিষয়টি ভয়াবহ। যে শেখ শাহজাহানের নামে অভিযোগের পাহাড়, ৪৩টি অভিযোগ গত ৪ বছরে যার নামে থাকার পরও তার বিরুদ্ধে পুলিশ চাট্জশিট দেয়নি। ইডির উপর এই শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগের পরও তৃণমূলের বেতাজ বাদশা শেখ শাহজাহান ৫৪ দিন ধরে অধরা তাহলে কি এবার সেই অভিযুক্ত তৃণমূল নেতাকে জালে নেওয়ার পর তাকে রাজার হালে রাখার জন্য কী এখন প্রস্তুতি নিচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন?

এদিকে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে ধরতে রাজ্য পুলিশের উপর কলকাতা হাই কোর্টের কোনও নিষেধাজ্ঞা নেই। তারপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করেছেন সাতদিনের মধ্যে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করবে। আদালতকে ধন্যবাদও জানিয়েছেন কুণাল। তবে কুণালের এই ঘোষণার ২ দিন পরেও অধরা শেখ শাহজাহান। তারই মধ্যে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলের এই পোস্টে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। তবে

Most Popular