HomeBengalCalcutta High Court: অভিষেকের আর্জি খারিজ, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বুধেই লিখিত জবাব তলব...

Calcutta High Court: অভিষেকের আর্জি খারিজ, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বুধেই লিখিত জবাব তলব আদালতের

- Advertisement -

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগামিকালের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে লিখিত হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যদিও তার আইনজীবী আরও ৩ দিন সময় চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেনি। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আগামিকালের মধ্যে নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত সমস্ত হলফনামা জমা দিতে হবে অভিষেকের আইনজীবীকে। বুধবার বিকেল সাড়ে ৪টেয় মামলার পরবর্তী শুনানি হবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে রক্ষাকবজ চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি মৌখিকভাবে গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন করে তাই কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন অভিষেকের আইনজীবী আদালতে বলেন, মামলা বিচারাধীন তাকার পরেও অভিষেককে নতুন করে সমন পাঠিয়েছে ইডি। অভিষেকের বিরুদ্ধে প্রমাণ না থাকা সত্ত্বেও তদন্তের নামে বার বার তাকে সমন পাঠানো হচ্ছে ইডি।

আরও পড়ুন: গৌড়বঙ্গ-কাজী নজরুল-রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল CV Anand Bose

প্রসঙ্গত, অভিষেককে ১০ সেপ্টেম্বর হাজিরা দিতে বলে সমন পাঠায় ইডি। নির্ধারিত সময় সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরাও দেন অভিষেক। দীর্ঘ ৯ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিষেকের আইনজীবীর বক্তব্য তদন্তের নামে বার বার এভাবে সমন পাঠাতে পারে না ইডি। তাই অভিষেকের রক্ষাকবচ চান তার আইনজীবী। যদিও এই প্রসঙ্গে ইডির আইনজীবীর পাল্টা জবাব, এখানে গ্রেফতারির কোনও প্রশ্ন নেই। অভিষেককে গ্রেফতার করা হবে না এই নিয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইডির তরফে। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি ঘোষ জানান, রক্ষাকবচ নিয়ে আদালত নতুন করে কোনও নির্দেশ দেবে না। ১৯ শে সেপ্টেম্বরের মধ্যে সব পক্ষকে নিয়োগ দুর্নীতি মামলায় লিখিত বক্তব্য পেশ করতে হবে। অভিষেকের আইনজীবী সেই বক্তব্য পেশের জন্য ৩ দিন সময় চাইলেও আদালত তা নামঞ্জুর করে।

Most Popular