HomeBengalপর পর মন্দির ভাঙচুর, পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর

পর পর মন্দির ভাঙচুর, পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর

- Advertisement -

মহানগর ডেস্ক : সবেবরাতের রাতে এ কী কাণ্ড! একটি নয়, দুটি নয়, পর পর হিন্দুদের ৫ টি মন্দিরে চললো দুষ্কৃতী তাণ্ডব। ভাঙা হল মূর্তি। এর আগেও এহেন ঘটনা ঘটেছে বঙ্গে। নতুন নয়। তবে, এবারের ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকরায়। গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে হাওড়া সিটির পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্স হ্যান্ডেলের পোস্টে বিরোধী দলনেতা হাওড়ার পুলিশ কমিশনারকে ট্যাগ করে লিখেছেন, ”রবিবার রাতে ৫ টি সনাতনী মন্দির ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে রেললাইন আটকে দিচ্ছেন স্থানীয়রা। আমি শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠীকে অনুরোধ করছি (আইপিএস) যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করা হোক। এছাড়াও অনুগ্রহ করে এলাকায় স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিন এবং আন্দোলনকারীদের গণপরিবহন বন্ধ না করে তাদের ন্যায্য প্রতিবাদ চালিয়ে যেতে রাজি করুন।সনাতনী মন্দির ভাঙচুরের সাথে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য পুলিশের ক্রমাগত অনীহা তাদেরকে বারবার সনাতনী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে উৎসাহিত করেছে।”

ঘটনার সিসিটিভি ফুটেজও পোসট করেছেন শুভেন্দু অধিকারী। অপরাধীরা কবে ধরা পড়ে সোই এখ দেখার।

Most Popular