HomeBengalসিবিআই হেফাজতে শাহজাহান, হদিশ নেই মোবাইলের! সন্ধান দিলেন শুভেন্দু

সিবিআই হেফাজতে শাহজাহান, হদিশ নেই মোবাইলের! সন্ধান দিলেন শুভেন্দু

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা : শাহজাহানকে বাগে পেতেই সন্দেশখালিতে ডেইলি প্যাসেঞ্জারি করছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার-শুক্রবার দফায় দফায় তল্লাশি অভিযান চলে শাহজাহানের বাড়িতে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিকে, শাহজাহানের নাগাল পেলেও তার মোবাইল দুটি উধাও। কোথায় সেগুলি? লুকিয়ে ফেলা হল? শাহজাহানের সঙ্গে কারা কন্টাক্টে ছিলেন তা জানা যেত মোবাইল গুলির সূত্রে। তবে, শাহজাহানের মোবাইল দুটির সন্ধান জানিয়ে এবার এক্সে পোস্ট করলেন রাজ্যের বিরোধ দলনেতা শুভেন্দু অধিকারী।

পোস্টে কি লিখেছেন শুভেন্দু অধিকারী? সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের মোবাইল ফোন পুলিশের শীর্ষ কর্তার কাছে আছে বলে আজ, শনিবার বিস্ফোরক তথ্য নিজের এক্স হ্যান্ডেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, চাপের মুখে পড়ে ২৯ ফেব্রুয়ারি রাজ্য পুলিশ গ্রেফতার করে শেখ শাহজাহানকে। ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। সেখানেই শাহজাহানের সাঙ্গপাঙ্গরা ইডি অফিসারদের উপর হামলা চালায় বলে অভিযোগ। শাহজাহান ফোন করে আক্রমণ সংগঠিত করেছিল বলে মনে করেন গোয়েন্দারা। কারণ ফোনের টাওয়ার লোকেশন দেখেই ইডি অফিসাররা নিশ্চিত হন তখন বাড়িতেই ছিলেন শাহজাহান। তারপরেই বেপাত্তা হন। ৫৬ দিন পর তাঁকে ধরা গেলেও দুটি মোবাইল ফোনের খোঁজ নেই।

Most Popular