HomeBengalবাংলার টাকা বন্ধ করে হাতির পিঠে প্রধানমন্ত্রী! সুর চড়ালেন কুণাল

বাংলার টাকা বন্ধ করে হাতির পিঠে প্রধানমন্ত্রী! সুর চড়ালেন কুণাল

- Advertisement -

মহানগর ডেস্ক : ফের বঙ্গে মোদীর সভা। তবে, এবার দক্ষিণবঙ্গে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে চলেছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। এদিকে আগামীকালই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে ব্রিগেডে জনগর্জন সভা করতে চলেছে তৃণমূল। আর শনিবারে মোদীর সভায় যোগ দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে টানটান উত্তেজনা। লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে নিউ ক্লাইম্যাক্স রচনা হতে পারে বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।

বিকেলে সভার আগে সকালে আসাম সফরে কাজিরাঙা ফরেস্টে এলিফ্যান্ট রাইড উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী প্রথমে কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতির পিঠে চড়েন। এরপরে সেই রেঞ্জেই জিপে করে জঙ্গল সাফারি করেন মোদী। এই সাফারির সময়ে প্ররধানমন্ত্রী মোদীর সঙ্গী ছিলেন উদ্যানের ডিরেক্টর সোনালী ঘোষ। এছাড়াও বন দফতরের ঊর্ধ্বতন কর্তারাও ছিলেন সেখানে। আর হাতির পিঠে প্রধানমন্ত্রীর সেই ছবিকে হাতিয়ার করেই এক্সে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্সে কুণাল ঘোষ লিখেছেন, ”প্রধানেমন্ত্রীর জমিদারি মনোভাব প্রকাশ্যে।বাংলা সফরের আগে, তিনি আসামে হাতির পিঠে সাফারি উপভোগ করছেন। এদিকে, গত ২ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দেওয়ায় বাংলার মানুষ কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগত বিমানে বিশেষ রাইড উপভোগ করেন এবং হাতিতে চড়ে যান কিন্তু উত্তরবঙ্গের ভাই, বোন এবং সাধারণ মানুষের জন্য আমাদের ট্রেন বাতিল করেন, যারা আগামীকালের ব্রিগেডে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার থেকে আসবেন। এটা জমিদারি মনোভাব ছাড়া আর কিছুই নয়। তাই আমরা এদেরকে বাংলা বিরোধী ও বহিরাগত বলি।”

Most Popular