মহানগর ডেস্কঃ রাম মন্দিরে চলছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। চলছে ভজন কীর্তন। সনু নিগমের কণ্ঠে জয় রাম ভজনে মুখরিত অযোধ্যার আকাশ বাতাস। অভিনেতা জ্যাকি শ্রফ থেকে শুরু করে অমিতাভ বচ্চন তারকার মেলা। সবার মুখে শুধু রাম মন্ত্র। সকলের আগমনের ভিডিও এসেছে সামনে।সচিন টেন্ডুলকার, রজনীকান্ত পরস্পর কুশল বিনিময় করছেন। দেখুন https://twitter.com/ANI/status/1749302818023076039?
চাঁদের হাট। পাশাপাশি আলিয়া, রণবীর, ক্যাটরিনা, ভিকি। রয়েছেন আয়ুসমান। বড়ো, ছোট, মাঝারি বলিউডের তাবড় তাবড় অভিনেতারা। মায়ানগড়িতে ভোররাত থেকে শোরগোল।
এই মুহূর্তে মঞ্চে শঙ্কর মহাদেবা। মাধুরী দীক্ষিত, হেমা মালিনী রয়েছেন মঞ্চে। বিজেপির সংসদও তিনি। অনেক আগেই কঙ্গনা চলে গেছেন অযোধ্যায়। পুজো অর্চনা করেন। ঝাঁট দেন মন্দির চত্বরে। হনুমান মন্দিরে সময় কাটান। মধুর ভাণ্ডারকরের সঙ্গে ছবি তোলেন। হাসিমুখে ছবি দেন। অমিতাভজি সকালেই পৌঁছে যান।ঐশ্বর্য রায়, জয়া বচ্চনকে দেখা যায়নি। আমন্ত্রণ রাখলেন অভিনেতা মনোজ জোশী। রোহিত শেট্টির সাথে রওনা দেন আলিয়া রণবীর।
অভিনেতা বিবেক ওবেরয় প্রধানমন্ত্রীর বায়োপিকে অভিনয় করেছিলেন। তিনিও উপস্থিত হয়েছেন। আছেন পরিচালক বিধু বিনোদ শর্মাও।
অমিতাভ এর সাথে দেখা যায় অনিল আম্বানিকেও।
সকল সকাল সনাতনী সাজে ক্যাটরিনা ভিকি। দক্ষিণের তারকা চিরঞ্জীব এবং রাম চরণ